ধর্মপালের গড় – নীলফামারী

পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপাল পালের (৭৯৫ খ্রি.) মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল সিংহাসনে আরোহণ করেন। তিনি জলঢাকা উপজেলার প্রায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তার রাজধানী স্থাপন করেন। বহিরাগতদের হাত থেকে রক্ষা করতে তিনি মাটির দেয়াল দিয়ে রাজধানী ঘিরে ফেলেন। সেই থেকে এই স্থানটিকে ধর্মপাল গোড় বলা হয়। এই স্থান থেকে প্রায় ১ মাইল পূর্বে তাঁর রাজধানীর ধ্বংসাবশেষ এবং চন্দনপথের দীঘি প্রায় ৩৩ বিঘা এখনও তাঁর স্মৃতি বহন করে। বর্তমানে ধ্বংসাবশেষকে ঘিরে গড়ে উঠেছে গড়ধর্মপাল নামে একটি আবাসন প্রকল্প।

স্থান:

গড়টি ডোমার রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে দেওনাই নদীর পূর্ব তীরে গড় ধর্মপাল গ্রামে অবস্থিত। জলঢাকা উপজেলা থেকে সহজে যাওয়া যায়; অটোরিকশায় করে ১৪/১৫ কিমি দূরে হাট নামক স্থানে যেতে চাইলে এই ধর্মপাল গধরের অবস্থান পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *