সাফিনা পার্ক – রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীর একমাত্র বিনোদন কেন্দ্র সাফিনা পার্ক । পার্কটি গোদাগাড়ী জিরো পয়েন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে গোদাগাড়ী-নাচোল সড়কের পাশে দিগ্রাম খেঞ্জুরতলায় অবস্থিত।

সাফিনা পার্ক থেকে খেঞ্জুরতলা যাওয়ার পথে রাস্তার দুই পাশে ফসলের সমাহার পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে।

দুই ভাই ফজলুর রহমান ও সাইফুল ইসলাম ২০১২ সালে গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা এলাকার   দিগ্রাম এলাকায় তাদের জমিতে ‘সাফিনা পার্ক’ নামে একটি বাণিজ্যিক পিকনিক স্পট গড়ে তোলেন।

পার্কের ভেতরে দুটি পুকুর ছাড়াও রয়েছে দর্শনার্থীদের চলাচলের জন্য নৌকা। ফুলের বাগানও পার্কের পুরো এলাকা কৃত্রিমভাবে তৈরি করা রয়েছে বিভিন্ন প্রাণী ।

শিশুদের বিনোদনের জন্য রয়েছে নগরদোলা, দোলনা, ট্রেনসহ বিভিন্ন রাইডার। সভা, কনসার্ট ও গানের জন্য আন্তর্জাতিক মানের মঞ্চ ব্যবস্থা রয়েছে।

এখানে পাবেন  শীতাতপ নিয়ন্ত্রিত সম্মেলন কক্ষ । দর্শনার্থীদের জন্য আধুনিক রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে মিষ্টান্ন ও ফাস্ট ফুডের আউটলেট। শিশুদের খেলনা এবং অন্যান্য আইটেমের জন্য একটি মার্কেট তৈরি করা হয়েছে।

পার্কটিতে বিলাসবহুল আবাসিক হোটেল রয়েছে যেখানে পর্যটকরা রাত্রিযাপন করতে পারে। ১৩টি অত্যাধুনিক বেডরুমের মধ্যে তিনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত৷

২টি পিকনিক এরিয়া রয়েছে। সব মিলিয়ে সাফিনা পার্কের মনোরম পরিবেশ পর্যটক ও দর্শনার্থীদের বিনোদনের তৃষ্ণা মেটাবে।

সাফিনা পার্কে প্রতিটি দর্শকের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে  ২০ টাকা। গোদাগাড়ী উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পূর্বে গোদাগাড়ী-আমানুরা সড়কের পাশে দিগারম খেঞ্জুরতলা।

কিভাবে যাবেন

সাফিনা পার্কে যেতে হলে প্রথমে রাজশাহী যেতে হবে।

ঢাকা থেকে রাজশাহী

সড়ক পথ, রেল পথ ও আকাশ পথে ঢাকা থেকে রাজশাহীতে যেতে পারেন।

বাসে ঢাকা থেকে রাজশাহী

ঢাকা থেকে মহাখালী, আবদুল্লাহপুর,গাবতলী ও কল্যাণপুর থেকে বাসে করে রাজশাহী যেতে পারবেন।

  • এসি বাস ভাড়া ৯০০ থেকে ১১০০ টাকা
  • নন এসি ভাড়া ৬০০-৭৫০ টাকা ।

ট্রেনে ঢাকা থেকে রাজশাহী

ঢাকার কমলাপুর রেল‌ওয়ে স্টেশন থেকে সপ্তাহে ৬ দিন  ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে তার বিবরণ নিচে দেওয়া হলো।

  • ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬ টায়, বৃহস্পতিবার ব্যতীত।
  • বনলতা এক্সপ্রেস দুপুর ১ টা ৩০ মিনিটে, বৃহস্পতিবার ব্যতীত।
  • সিল্কসিটি এক্সপ্রেস দুপুর ২ টা ৪৫ মিনিটে রবিবার ব্যতীত।
  • পদ্মা এক্সপ্রেস রাত ১১ টায়,মঙ্গলবার  ব্যতীত।

 

ঢাকা থেকে আকাশ পথে

আকাশ পথে  যেতে চাইলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার এর বিমানে জনপ্রতি ৩৫০০ থেকে ৪০৯৯ টাকায় ভ্রমন করতে পারবেন।

রাজশাহী থেকে সাফিনা পার্ক

রাজশাহীর প্রধান শহর থেকে বাস, সিএনজি বা অটোতে করে গোদাগাড়ী জিরো পয়েন্ট  এসে তারপর  সাফিনা পার্ক যেতে পারবেন।

আরও দেখুন:

কক্সবাজার সমুদ্র সৈকত

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *