মেহেরুন শিশু পার্ক – নাটোর

মেহেরুন শিশু পার্ক এবং মিনি চিড়িয়াখানা আসলে বিশুদ্ধ বিনোদনের জায়গা। কে.আর মালিক ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত চুয়াডাঙ্গার দামুড়হাদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের পার্কটি এখন এলাকার মানুষের বিনোদনের জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন বিনোদন প্রত্যাশী মানুষের সংখ্যা বাড়ছে।

পার্ক থেকে চুয়াডাঙ্গা শহরের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। প্রায় ২৫ বছর আগে এ ধরনের পার্ক নির্মাণের প্রস্তুতি শুরু হয়। বর্তমানে প্রায় ৬০ বিঘা জমি নিয়ে ১২ কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মিত হয়েছে। পার্কটিতে শিশুসহ সব বয়সের মানুষের বিনোদনের জন্য বেশ কিছু রাইড, ঘোড়ার গাড়ি এবং পশুর ভাস্কর্য রয়েছে।

সেখানে আরও দৃষ্টিনন্দন ভাস্কর্য তৈরির কাজ চলছে। একই সঙ্গে পার্ক এলাকা সম্প্রসারণের কাজ চলছে। কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে, উন্নতমানের রিসোর্ট ও গেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে। এলাকার কিশোর-কিশোরীদের আরও ভালভাবে শিক্ষিত করার জন্য পার্কে একটি ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে৷ তাছাড়া বাড়তি আকর্ষণ হিসেবে সেখানে রাখা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প। সেখানে বিভিন্ন ডিজাইনের শাড়ি ও লুঙ্গি বোনা হয়। দর্শনার্থীরা কম দামে এগুলো কিনতে পারবেন। এ ক্ষেত্রে প্রশিক্ষণের সুযোগও রয়েছে।

কিভাবে যাব:

জেলার বাইরে থেকে যারা এই পার্কে আসতে চান তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের ভালাইপুর মোড়ে আসতে হবে। সেখান থেকে রামনগর গ্রাম হয়ে অটোরিকশায় করে ইব্রাহিমপুরে যেতে হবে। ভাড়া ১০ থেকে ২০ টাকা। পার্কটি এই গ্রামে অবস্থিত। পার্কে প্রবেশ মূল্য 10 টাকা। বিভিন্ন রাইড চালাতে 10 থেকে 30 টাকা খরচ হয়। পিকনিকের জন্য আসা যানবাহনের জন্য আলাদা প্রবেশ মূল্য রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *