তামাবিল-সিলেট

তামাবিল সিলেটের অন্যতম নিদর্শনের নাম। চারপাশে সবুজ পাহাড় আর তার মাঝে স্বচ্ছ পানি আপনাকে এক অন্যরকম অপূর্ব অনুভূতি দেয়। তামাবিল স্থলবন্দর সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। সিলেট জেলা সদর থেকে সড়কপথে দূরত্ব মাত্র ৫৬ কিমি। জাফলং জিরো পয়েন্ট নামেও পরিচিত।

সীমান্ত এলাকা হওয়ায় এখান থেকে সরাসরি ভারতের পাহাড়, ঝর্ণা ও জলপ্রপাত দেখা যায়। সীমান্তের ওপারে অনেক জলপ্রপাত রয়েছে যেগুলো বিকেল ও সন্ধ্যায় দেখতে সুন্দর। এসব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করে তামাবিল সীমান্তে। এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে কয়লা আসে। তামাবিলের ওপারে ভারতের মেঘালয় রাজ্য রয়েছে।

থাকা ও খাওয়ার ব্যবস্থাঃ

সিলেট শহরের মাজার রোডের একদম মাথায় আম্বর খান মোড়ে থাকার হোটেল আছে। নীচে খাবারের দোকান। এখানে গ্রিলড চিকেনের স্বাদ ভালো হয়। তাছাড়া খাওয়ার জন্য জিন্দা বাজারে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে। এসব রেস্টুরেন্টের দাম ও স্বাদ দুটোই ভালো।

কিভাবে যাবেন:

বাস ও ট্রেনে সিলেট ভ্রমণ করা যায়। তবে বাসের চেয়ে ট্রেনে ভ্রমণ করা বেশি আরামদায়ক। ট্রেনে যেতে চাইলে কমলাপুর ট্রেন স্টেশনে গিয়ে রুম ভাড়া নিলে আরামে যাওয়া যায়। বাসে গেলে গ্রীনল্যান্ড ও সোহাগ পরিবহনে সিলেটে যাওয়া যায়।

এই বিষয়ে আরও তথ্য  জানতে  চাইলে এই লিংকে দেখতে পারেন।

আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে আধুনিক স্থাপত্য, ঐতিহাসিক স্থান, নদী ও সমুদ্র সৈকত, পাহাড়ি অঞ্চল, বাগান ও বনাঞ্চল, বিনোদন কেন্দ্র ইত্যাদি ভ্রমণ স্থানগুলো নিচের লিংক হতে পাবেন।

আপনি রাজশাহী বিভাগ ভ্রমণ স্থানগুলো দেখতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *