জগদল রাজবাড়ী – ঠাকুরগাঁও

রানীশংকৈল উপজেলা থেকে নেকমরদ থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে জগদল নামক স্থানে নগর ও তিরনাই নদীর মিলনস্থলে একটি ছোট রাজবাড়ী রয়েছে যা জগদল রাজবাড়ী নামে পরিচিত। প্রাসাদটির নির্মাণের সম্ভাব্য তারিখ ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি। আজ প্রাসাদটি প্রায় ধ্বংসের মুখে। রাজবাড়ীর প্রায় একশ গজ পশ্চিমে নাগর নদীর তীরে একটি মন্দির ছিল যা আজ সম্পূর্ণ ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নয়। জগদলের রাজপুত্র ছিলেন শ্রী বীরেন্দ্র কুমার।

তিনি বাকিপুরের জমিদার রায় পূর্ণেন্দু নারায়ণ সিংহের পুত্র শ্রী নলিনী রঞ্জনের কনিষ্ঠ কন্যা শ্রীমতি আশালতা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শ্রী বীরেন্দ্র কুমার সুশিক্ষিত ছিলেন। বইয়ের প্রতি তার ছিল প্রচণ্ড অনুরাগ। ফলস্বরূপ, তিনি একটি সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলেন। তাঁর লাইব্রেরির বই ১৯৪৮ সালে তৎকালীন সুরেন্দ্রনাথ কলেজ – আজকের দিনাজপুর সরকারি কলেজে দান করা হয়েছিল, যার মূল্য পঞ্চাশ হাজার টাকা।

অবস্থানঃ

রাণীশংকৈল উপজেলার নেকমরোড থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে জগদল নামক স্থানে অবস্থিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *