চুয়াডাঙ্গা জেলা পরিচিতি

গ্রীক ঐতিহাসিকদের মতে, বিখ্যাত গঙ্গারিডাই রাজ্য এই এলাকায় অবস্থিত ছিল। গাঙ্গেয় নামে একটি জনপদও এই চুয়াডাঙ্গায় ছিল বলে জানা যায়। চুয়াডাঙ্গার নামকরণ সম্পর্কে বলা হয়, এখানকার মল্লিক বংশের পূর্বপুরুষ চুঙ্গো মল্লিকের (ওরফে চুয়া মালিক) নামানুসারে চুয়াডাঙ্গার নামকরণ করা হয়। ১৭৪০ খ্রিষ্টাব্দের দিকে চুঙ্গো মল্লিক তাঁর স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে মাথাভাঙ্গা নদীপথে ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী ইটেবাড়ি-মহারাজপুর গ্রাম থেকে এখানে আসেন এবং এখানে প্রথম বসতি গড়ে তোলেন। ১৭৯৭ সালের একটি রেকর্ডে এই স্থানটির নাম চুঙ্গোডাঙ্গা বলে উল্লেখ করা হয়েছে। ফারসি থেকে ইংরেজিতে অনুবাদের সময় উচ্চারণের বিকৃতির কারণে বর্তমান নাম চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা নামকরণের আরও দুটি সম্ভাব্য কারণ রয়েছে। চুয়া < চয়া হয়ে গেছে চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার নামকরণের ক্ষেত্রে অন্যত্র বলা হয় যে, এক সময় এ অঞ্চল অত্যন্ত পরিচ্ছন্ন ছিল। এ অঞ্চলের মানুষ সুন্দরকে চুয়া এবং স্থানকে ডাঙ্গা নামে ডাকত। তাই পরিষ্কারস্থান > চুয়াডাঙ্গা। তবে উপরের দুটি কারণ সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। চুয়াডাঙ্গা পৌরসভা ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭২ সালে এর কার্যক্রম শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *