কুন্দ পুকুর মাজার – নীলফামারী

কুন্দা পুকুর মাজার নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নে অবস্থিত। হযরত মহিউদ্দিন চিশতী (রহ.) সুদূর পারস্য থেকে এ এলাকায় ইসলাম প্রচারের জন্য আসেন। ইসলামের এই মহান সাধকের মাজারটি ‘কুন্দুপুকুর মাজার’ নামে পরিচিত। জেলা সদরের দূরত্ব ৫ কিমি। একটি মসজিদ, একটি আশ্রম, একটি বড় পুকুর আছে। ১৭ শিক্ষার্থী হেফজ করছেন। প্রতি বছর ৫ মাঘ এখানে বার্ষিক ওরশ। দূর-দূরান্ত থেকে অনেক ভক্ত এখানে আসেন। নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজারটি পরিচালনাকারী ৫ সদস্যের এডহক কমিটির সভাপতি।

কিভাবে যাবেন:

নীলফামারী শহর থেকে সড়ক পথে কুন্দপুকুর মাজার শরীফ যাওয়া যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *