ঐতিহাসিক খোজা মসজিদ – মৌলভীবাজার

ঐতিহাসিক খোজা মসজিদ মৌলভীবাজারের প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন। ৫০০ বছরেরও বেশি আগে নির্মিত এই মসজিদটি নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। কিন্তু অপরিকল্পিত সংস্কার স্থাপত্যকে ধ্বংস করে। খোজা মসজিদটি মৌলভীবাজার শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামে একটি পাহাড়ি স্থানে অবস্থিত। দূর থেকেও মসজিদের দেয়ালের সাদা রঙ জ্বলজ্বল করে। মেঝে এবং গম্বুজ টালিযুক্ত। তিনটি বড় দরজা এবং ছয়টি ছোট দরজা। ভিতরে পূর্ব স্তম্ভে ‘বাঘের পায়ের ছাপ’।

স্থানীয় লোকজনের ধারণা, যখন মসজিদটি নির্মিত হয় তখন এই এলাকাটি ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। বিচরণ ছিল বাঘের। সম্ভবত সেই সময় একটি বাঘ মসজিদের রুক্ষ দেয়ালে আঁচড় দিয়েছিল। সেই চিহ্ন শত শত বছর ধরে আছে। দেয়ালের ওপরে আরবি লিপি; ফুল এবং লতার ছবি আঁকা। পশ্চিম দেয়ালে একটি অতি প্রাচীন কালো পাথরের শিলালিপি রয়েছে। চুরি ঠেকাতে এতে রয়েছে লোহার খাঁচা বেড়া। দেয়ালের গাঁথনি খুব পুরু। মূল মসজিদটি ২৪ হাত লম্বা এবং চওড়া। গম্বুজটি ১৮ ফুট উঁচু। ঐতিহাসিক ও সুন্দর ভবন হওয়ায় অনেক মানুষ মসজিদে আসেন। অনেকে একে গায়েবী মসজিদ বলে।

স্থানীয় লোকজন জানান, মসজিদের বাইরে দুটি বড় পাথর ছিল। তারা রাতের অন্ধকারে ঘুরে বেড়ায় বলা হয়। তাই মানুষ ভেবেছিল পাথরগুলো জীবিত। অনেকে পাথরে হাত দিয়ে মুখে ও বুকে হাত দেয়। তিনি ভক্তি সহকারে পাথর-ধোয়া জলও পান করেছিলেন। কারসাজি হলে কেউ পাথর তুলতে পারত না। একবার একটি শিলা ‘মৃত’ হয়ে গেলে, এটি কাছাকাছি একটি পুকুরে ডুবে যায়। অন্যটি পরে চুরি হয়ে যায়।

মসজিদ খোজা মসজিদে সংরক্ষিত শিলালিপির একটি খণ্ড সুলতান বরবক শাহের পুত্র সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের শাসনামলে নির্মিত হয়েছিল। ১৪৭৬ খ্রিস্টাব্দে হাজী আমীরের নাতি ও তৎকালীন মন্ত্রী মজলিস আলম এটি নির্মাণ করেন। সিলেটের হযরত শাহজালাল মসজিদ ও খোজা মসজিদের শিলালিপিতে উল্লেখিত মজলিসে আলম একই ব্যক্তি। মসজিদ দুটি চার বছরের ব্যবধানে নির্মিত হয়েছিল।

খোজা মসজিদের নামকরণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই। কিন্তু কথিত আছে পাঠান বীর খাজা উসমান মানসিংহ থেকে বিতাড়িত হয়ে পথে মসজিদে আশ্রয় নেন। সেই থেকে খাজা নামের অপভ্রংশ থেকে এই নামটির উৎপত্তি হয়েছে ‘খোজা’।

মসজিদ কমিটির সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন জানান, ১৯৩৮-১৯৪০ সালের মধ্যে আজম শাহ নামে এক কামেল পীর এই মসজিদে আসেন। মসজিদের গম্বুজটি ১৯৪০ সালের দিকে ধসে পড়ে। এরপর তিনি বাড়ি বাড়ি গিয়ে হবিগঞ্জের বানিয়াচং থেকে ইসমাইল মিস্ত্রী নামে এক ব্যক্তির কাছে টাকা আদায় করেন। ১৯৬০ সালে তিনি আবার মসজিদটি সংস্কার করেন। সংস্কারের পর আজম শাহ চলে গেলে তাকে অরক্ষিত রাখা হয়। জায়গাটা ঝোপঝাড়ে ঢাকা। গম্বুজে বটগাছ, লতাগুল্ম জন্মে।

অবস্থানঃ

ঐতিহাসিক খোজা মসজিদ মোস্তফাপুর ইউনিয়নের গায়ঘর নামক গ্রামে অবস্থিত।

কিভাবে যাবেন:

মৌলভীবাজার থেকে রিকশা/মিক্সার/প্রাইভেট কার ইত্যাদিতে শহরে যাওয়া যায়। শহর থেকে দূরত্ব প্রায় ৩ কিমি। এটি সুলতানি আমলের একটি মসজিদ। এটি ১৪৭৬ খ্রিস্টাব্দে সুলতান সামসুদ্দিন ইউসুফ শাহ নির্মাণ করেন। প্রতিদিন বিপুল সংখ্যক লোক সমাগম হয়।

 

এই বিষয়ে আরও তথ্য  জানতে  চাইলে এই লিংকে দেখতে পারেন।

 

আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে আধুনিক স্থাপত্য, ঐতিহাসিক স্থান, নদী ও সমুদ্র সৈকত, পাহাড়ি অঞ্চল, বাগান ও বনাঞ্চল, বিনোদন কেন্দ্র ইত্যাদি ভ্রমণ স্থানগুলো নিচের লিংক হতে পাবেন।

আপনি রাজশাহী বিভাগ ভ্রমণ স্থানগুলো দেখতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *