আছরাঙ্গা দীঘি – জয়পুরহাট

ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে তুলশীগঙ্গা নদীর পূর্ব পাশে আশ্রাঙ্গা দিঘী একটি ঐতিহ্যবাহী নিদর্শন। যদিও হ্রদের কোনো সঠিক ইতিহাস লিপিবদ্ধ করা হয়নি, তবুও জনশ্রুতি আছে যে, তৎকালীন রাজশাহী জেলার তাহিরপুর আদি রাজবংশের পূর্বপুরুষ ভটনারায়ণের ১৩ তম বংশধর মৌন ভট্ট নবম শতাব্দীতে এই হ্রদটি খনন করেছিলেন।

বরেন্দ্র এলাকা হওয়ায় বর্ষা মৌসুম ছাড়া বছরের অন্য সময় বৃষ্টিপাত না হওয়ায় কৃষি জমিগুলো চাষাবাদের অনুপযোগী। কৃষিজমিকে চাষের উপযোগী করার জন্য মৌন ভট্ট ৯ম শতাব্দীর প্রথম দিকে এই হ্রদ খনন শুরু করেন। নবম শতাব্দীর মাঝামাঝি দীঘির কাজ শেষ হয় এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় দীঘিটি জলের টইটুম্বর হয়ে ওঠে। এই লেকের পানিতে অগ্রহায়ণ মাসে আমন ধান কাটা হয়। মৌসুমের শুরুতে ধানের ক্ষেতগুলো পাকিয়ে লাল বর্ণ ধারণ করত। আর তাই এ উপজেলাকে ক্ষেতলাল বলা হয়।

পুকুরের আয়তন প্রায় ২৬.০০ হেক্টর। লেকের চারপাশে চারটি বাধাই ঘাট রয়েছে। দিঘী সনাতন ধর্ম ও অন্যান্য ধর্মের অনুসারীদের তীর্থস্থান হিসেবে পরিচিত। লেকের চারপাশে মাজার ও মন্দিরসহ ঐতিহ্যবাহী ধর্মীয় স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। কথিত আছে যে এই হ্রদের জল স্বচ্ছ এবং মিষ্টি ছিল এবং ওষুধ হিসাবে ব্যবহৃত হত। শীতকালে, বেশ কয়েকটি অতিথি পাখির আগমনের কারণে হ্রদটি কলকাকলিতে ভরে যায়।

কিভাবে যাবেন:

গাবতলী থেকে রাজশাহীগামী বাসে করে আসতে পারেন। রাজশাহী থেকে প্রথমে ক্ষেতলাল উপজেলা, তারপর সেখান থেকে আছরাঙ্গা দিঘী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *